খেলাধুলা

বেতন বাড়ানোর অনুরোধ টাইগার ক্রিকেটারদের

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এ বছর ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছেন মাশরাফিরা। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ড। এবার  ক্রিকেট বোর্ডের কাছে বেতন বাড়ানোর অনুরোধ করলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের বেতন বাড়ানোর অনুরোধের বিষয়টি স্বীকার করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।ক্রিকেটারদের অনুরোধের বিষয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, `সিনিয়র ক্রিকেটাররা অনুরোধ করেছেন তাদের বেতন বাড়াতে। বিষয়টি নিয়ে এখনও কোনো ধরনের আলোচনা হয়নি। তবে পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি উত্থাপিত হবে। পরিচালকরা ক্রিকেটারদের বেতন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিবেন।`২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। এরপর থেকে ক্রিকেটারদের বেতনের আওতায় নিয়ে আসে বিসিবি। তখন থেকেই ক্রিকেটারদের বেতন বাড়ছে নিয়মিত হারে। ২০১৫ সালের বিসিবির বেতন কাঠামোয় বেতন পাচ্ছেন ১৪ ক্রিকেটার। ‘এ’ প্লাস, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-এই পাঁচ ক্যাটাগরির ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ২ লাখ টাকা এবং সর্বনিম্ন ৬০ হাজার টাকা। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে ২ লাখ টাকা বেতন পাচ্ছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। ১ লাখ ৭০ হাজার টাকা বেতন ‘এ’ ক্যাটাগরিতে এ বছর নেই কোনো ক্রিকেটার। ১ লাখ ২০ হাজার টাকার ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন রুবেল হোসেন, নাসির হোসেন ও ইমরুল কায়েশ। ৯০ হাজার টাকার ‘সি’ ক্যাটাগরিতে মুমিনুল হক, এনামুল হক বিজয় ও শফিউল ইসলাম সুহাশ এবং ৬০ হাজার টাকার ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।এমআর

Advertisement