শিক্ষক রাজুকে এককথায় প্রকাশ পড়াচ্ছে-শিক্ষক : বল দেখি রাজু, যে গান লেখে তাকে কী বলে?রাজু : গীতিকার।শিক্ষক : যে সুর বাধে, তাকে?রাজু : সুরকার।শিক্ষক : আচ্ছা, এবার বল, যে প্রাইভেট পড়ায় তাকে কী বলে?রাজু : প্রাইভেটকার। ***ভাগ্নে : আচ্ছা মামা, আম ও কাঁঠালের সময় ঝড় হয় কেন?মামা : তুই কি তাও জানিস না?ভাগ্নে : না, মামা।মামা : আরে ঝড় না হলে মানুষ গাছের নিচ থেকে কিভাবে আম কুড়াবে?***ট্রেনের দুই যাত্রীর মধ্যে কথা হচ্ছে-প্রথম যাত্রী : আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে এটা সঙ্গে আনলেন কেন?দ্বিতীয় যাত্রী : আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।প্রথম যাত্রী : তার মানে?দ্বিতীয় যাত্রী: কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!***স্বামী অফিস থেকে ফিরে হাসতে হাসতে বউকে বললেন– স্বামী : তোমার জন্মদিন তাই এই নেকলেসটা এনেছি।স্ত্রী : কিন্তু তুমিতো বলেছিলে এবার একটা টিভি উপহার দিবে।স্বামী : হ্যাঁ, বলেছিলাম। কিন্তু ইমিটেশনের টিভি যে এখনো বাজারে পাওয়া যায় না। # আজকের জোকস : ২০ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ১৯ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ১৮ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ১৭ সেপ্টেম্বর ২০১৫# আজকের জোকস : ১৬ সেপ্টেম্বর ২০১৫এসইউ/এমএস
Advertisement