বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের মামলায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ও জমির মালিক এস এম এইচ আই ফারুককে নিম্ন আদালতের দেয়া জামিন বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
Advertisement
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান জানান, নকশা জালিয়াতির মামলায় গত ৮ আগস্ট আত্মসমর্পণের পর লিয়াকত আলী মুকুলের জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ। একই আদালত থেকে ২০ আগস্ট জামিন পান এস এম এইচ আই ফারুক।
এ দুই জনের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে দুদক। এ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তিন সপ্তাহের রুল জারি করলেন।
Advertisement
গত ২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে।
নকশা জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে এফআর টাওয়ারে ১৬ থেকে ২৩ তলা ভবন নির্মাণের অভিযোগে গত ২৬ জুন টাওয়ারের মালিক, রাজউকের সাবেক দুই চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দুটি করেন।
ভুয়া ছাড়পত্রের মাধ্যমে এফআর টাওয়ারের ১৯ তলা থেকে ২৩ তলা নির্মাণ, বন্ধক প্রদান ও বিক্রি করার অভিযোগে দণ্ডবিধির সাতটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয় মামলায়।
Advertisement
এফএইচ/জেডএ/জেআইএম