যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানের আদালত দেশটির এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়াও আরও দুজন ব্যক্তি একই অপরাধে ১০ বছরের কারাদণ্ড এবং চতুর্থ এক ব্যক্তিকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটিশ গুপ্তচর হিসেবে কাজ করার জন্য।
Advertisement
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার দেশটির আদালত ইরানের ওই চার ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির দায়ে এমন দণ্ড দিয়েছেন। ইরানের সঙ্গে ছয় জাতির পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার পর যে উত্তেজনা চলছে তার মধ্যেই এমন রায় ঘোষণা করলো ইরানের আদালত।
তবে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি গত জুলাইয়ে ইরান যে ১৭ জন সিআইএ এজেন্টকে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছিল এরা তারাই কিনা। তবে দেশটির বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, যাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তিনি মার্কিন গোয়েন্দাদের হয়ে কাজ করতেন।
বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলী ইরানের বিচার সংক্রান্ত সংবাদ প্রকাশের জন্য নির্ধারিত ওয়েসবসাইট মিজানকে বলেছেন, মার্কিন গোয়েন্দা বিভাগের হয়ে গুপ্তরচরবৃত্তির কারণে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে।’
Advertisement
তিনি আরও জানান, অপর দুই ব্যক্তিকে সিআইএ’র হয়ে চরবৃত্তির জন্য ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একজন আলী নেফ্রিয়েহ অপরজন মোহাম্মদ আলী বাবাপোর। এছাড়াও মোহাম্মদ আমিন-নাসাব নামে এক ব্যক্তিকেও ব্রিটিশ গোয়েন্দাদের হয়ে কাজ করার জন্য দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এসএ/এমএস