স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি হয়নি সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা দেয়া উচিত। এখনও পর্যন্ত এ ব্যাপারে অস্পষ্টতা রয়ে গেছে।রোববার বিকেলে জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, র্যাব পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস ও আধুনিক ডিভাইসের মাধ্যমে উত্তর বলে দেয়ার অভিযোগে একজন ডাক্তার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন কর্মকর্তাসহ মোট ৮ জনকে গ্রেফতার করে। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ সত্যি না-কি মিথ্যা সে সম্পর্কে সুস্পষ্ট কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসেরও জোর দাবির ব্যাপারে সরকারি গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে কি-না তাও জানি না। প্রশ্নপত্র বেরিয়ে এসেছে বলা হচ্ছে, তাহলে জানতে হবে এটি কখন বেরিয়ে এসেছে। পরীক্ষার আগে না-কি পরে?যারা পরীক্ষা গ্রহণ করছে আর যারা অপরাধিদের গ্রেফতার করছে তাদের কাজের সমন্বয়ের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফেসবুকে যারা দাবি করছে তাদের কাছে প্রমাণ রয়েছে কি-না তাও খতিয়ে দেখা উচিত।তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন বর্তমান পরীক্ষা পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হওয়ার সম্ভাবনাই বেশি।উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গত বুধবার একজন ডাক্তারসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মহাখালী ডিওএইচএস থেকে তাদের আটক করা হয়। এ সময় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেক জব্দ করা হয় বলে জানায় র্যাব।এদিকে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে তা পুনরায় গ্রহণের আহ্বান জানিয়েছেন মেডিকেল কলেজে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে, শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের ওপর সকলেই নির্ভরশীল। কিন্তু বর্তমানে শিক্ষাক্ষেত্র হয়ে গেছে মাছের বাজারের মত। যেখানে জ্ঞানের ভিত্তিতে নয় বরং কালো টাকা ও দুষ্ট চক্রের হাতে নিয়ন্ত্রণ হচ্ছে শিক্ষা। যে কারণে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রির ঘটনা ঘটছে অহরহ।এছাড়া গতকাল রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল ও ফল স্থগিত এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন।এমইউ/আরএস/এমএস
Advertisement