জাতীয়

গোলাম আযমের অসিয়ত

ইন্তেকালের পর নিজের জানাযার নামাজ ও দাফন করা নিয়ে অসিয়ত করে গেছেন অধ্যাপক গোলাম আযম।গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহহিল আমান আযমী এই অসিয়তের বিষয়টি নিশ্চিত করেছেন।আমান আযমী জানান, তার বাবা বলে গেছেন, তিনি জামায়াতের একজন রুকন। তাই তার জানাযার নামাজ যেন জামায়াতে ইসলামীর আমিরের দ্বারা পড়ানো হয়। জামায়াতের আমির কারারুদ্ধ বিষয়টি অবহিত করার পর তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা বলেছেন।এর পরিপ্রেক্ষিতে আমান আযমী তার বাবাকে বলেছেন, এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার ইন্তেকালের পর হাজার হাজার লোক আসবে জানাযা পড়ানোর জন্য।আমান আযমী তার বাবার বরাত দিয়ে আরো বলেন, আব্বা বলে গেছেন, তার মৃত্যুর পর আমরা ছয় ভাই এক সঙ্গে হয়ে তার দাফন-কাপনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে। বর্তমানে তার অপর পাঁচ ভাই সপরিবারে দেশের বাইরে অবস্থান করছেন। দাফনের জায়গা নিয়ে কোনো অসিয়ত না করলেও তার বাবার কবরের পাশেই তাকে দাফন করবেন বলে জানিয়েছেন আমান আযমী।

Advertisement