দেশজুড়ে

গৌরনদীতে অ্যাম্বুলেন্স উল্টে ৮ জন আহত

বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী ব্র্যাক অফিসের সামনে একটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আট জন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় আহতরা হলেন মো. রাসেল, তার বোন খাদিজা, তার শিশু মেয়ে সুমাইয়া, চাচা ওমর গাজী ও আব্দুর রহিমসহ আট জন।প্রতক্ষদর্শীরা জানান, ঢাকার উত্তরা থেকে অ্যাম্বুলেন্সযোগে হেলেনা বেগমের মরদেহ নিয়ে তার ছেলে মো. রাসেলসহ নিকটাত্মীয় আট জন বরগুনা সদরের উরুবুনিয়া যাচ্ছিল। পথে গৌরনদী উপজেলার আশোকাঠী ব্র্যাক অফিস অতিক্রমকালে বিপরীতমুখি একটি বাসকে সাইড দিতে গিয়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সামনের গ্লাস ভেঙে মরদেহটি সিটকে পড়ে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অ্যাম্বুলেন্সে বরিশাল শেরেবাংলা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়েছে।সাইফ আমীন/বিএ

Advertisement