সৌদির দ্রুতগতির হারামাইন রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির উপকূলীয় শহর জেদ্দায় অবস্থিত ওই রেল স্টেশনে অগ্নিকাণ্ডে ১১ জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
Advertisement
স্থানীয় সময় রোববার বেলা ১২টা ৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার চার ঘণ্টা পরেও রেল স্টেশনের ছাদ থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবাড়িয়ার ফুটেজে রেল স্টেশনের বেশ কিছু ফুটেজ দেখানো হয়েছে। টেলিভিশনের খবরে বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা বাহিনী অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের সহায়তা নেয়া হয়েছে। রেল স্টেশনের বেশ কিছু সেক্টরের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দুর্ঘটনায় দগ্ধ ১১ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। ৪৫০ কিলোমিটার দীর্ঘ হারামাইন রেললাইন লোহিত সাগরতীরের জেদ্দা শহরকে ইসলামের সবচেয়ে পবিত্র দুই নগরী মক্কা ও মদীনার সঙ্গে যুক্ত করেছে।
Advertisement
২০১৮ সালে এই রেল স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়। ৭৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মান করা হয়েছে এই রেল স্টেশন।
টিটিএন/এমকেএইচ