ভিসা ও টিকিট না পাওয়া তিন শতাধিক হজযাত্রী উত্তরার আশকোনায় হজক্যাম্পে ধর্ম মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসানকে অবরুদ্ধ করেছেন। রোববার বিকেলে সচিব হজক্যাম্প পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রোববার রাতের মধ্যে সবাইকে ফ্লাইট দেয়ার আশ্বাস দিলে হজযাত্রীরা তদের মুক্তি দেন।ফ্লাইট বঞ্চিতদের একজন গাজিপুরের কাপাসিয়া থেকে আসা লাল মাহমুদ। জাকারিয়া ট্রাভেল শুক্রবার ফ্লাইটের কথা বলে তাদের পাঁচজনকে ঢাকায় আনলেও ফ্লাইট দিতে পারেনি।দিদারুর আলম সিকদারসহ মোট ১৮ জন এসেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে। আল ফালাহ হজ কাফেলার মালিক আব্দুর রহিম তাদের এ পর্যন্ত আটবার তারিখ দিয়েও ফ্লাইট দিতে পারেনি। হজ অফিস সুত্র জানিয়েছে, অপেক্ষমান সহস্রাধিক হজযাত্রী রোববার রাতের মধ্যেই সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা সাতশ ৮৩টি। সর্বমোট হজযাত্রীর সংখ্যা (বর্ধিত কোটাসহ) এক লাখ ছয় হাজার ৭৫৮ জন। হাজীদের সম্ভাব্য প্রথম ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর। সম্ভাব্য শেষ ফিরতি ফ্লাইট ২৮ অক্টোবর।আরএম/এএইচ/বিএ
Advertisement