ক্যাম্পাস

শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষককে কাজ থেকে বিরত থাকার নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগটির সহকারী অধ্যাপক মো. সানওয়ার সিরাজকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশেষ ক্ষমতাবলে এ সিদ্ধান্ত দিয়েছেন বলে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ নিশ্চিত করেছেন।

রহিমা কানিজ বলেন, বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল অভিযোগটি আমলে নিয়ে তদন্ত কাজ শুরু করেছে। আজ এর প্রথম সভা ছিল। সানওয়ার সিরাজকে তদন্ত চলাকালীন সময়ে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার সুপারিশ করে তদন্ত কমিটি। উপাচার্য এ সুপারিশের অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকার ও রাজনীতি বিভাগের ৪৩তম ব্যাচের এক ছাত্রী বিভাগের সভাপতি বরাবর সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন। যৌন হয়রানির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা করেন বলে জানা যায়।

Advertisement

ফারুক হোসেন/এমএএস/এমএস