সাহিত্য

কাশবন নিয়ে দুটি কবিতা

কাশকন্যা

Advertisement

শরৎ সেজেছে কাশফুলেথরে বিথরে বালুচরে!সাদা মেঘের শতদল উড়ছেঅপরূপা নীলাম্বরে!

ভাটির দেশে শুভ্র কাশবনকেড়ে নিয়েছে মন,নদীর তীর কত যে নিবিড়;মন হয় উচাটন!

হাওয়ায় দোলে ফুলদলউড়ে যেতে চায় সুদূরে;মায়া-মমতায় আটকে আছেপাশাপাশি অঙ্গাঙ্গীভাবে!

Advertisement

ফুলের মাঝে পাখীরা ওড়েপ্রজাপতি নেচে চলে বাড়ি।কাশকন্যাদের হাসির রেখায়বিলীন হয়ে যায় পরী!

উদাসী আকাশ হাতছানি দেয়ভাসাবে মেঘের ভেলায়!সুরের ছোঁয়ায় মন রাঙাবেমৃদুমন্দ পূবালী বায়!

****

কাশবনের রাজকন্যা

Advertisement

ধূসর সাদা কাশফুলেছেয়ে গেছে বালুচর।নীলাকাশে উড়ছেসাদা মেঘ স্তরে স্তর।

ধরাধামে নেমে এলোএলোকেশী উর্বশী!কপালেতে নীল টিপযেন পূর্ণিমা শশী।

নীল শাড়ি লাল পাড়েশ্যামলী তন্বী মনোহারী!কাশবনের রাজকন্যাযেন আসমানী পরী!

জোড়া ভ্রুর ডাগর চোখেনজরকাড়া কাজল।দুর্বিনীত হাওয়ায় উড়ছেতার শাড়ির আঁচল।

তার মুখে ভাষা নেইচোখে শুধু জল!প্রকৃতির এত আয়োজনসব হলো যে বিকল।

কবির অন্তর কাঁপেসেও মূক বিহ্বল!কথা কাব্য নৈবেদ্যসব হলো যে বিফল!

এসইউ/জেআইএম