`তথ্যই শক্তি জানবো, জানবো দুর্নীতি রুখবো` এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস যথাযথ বাস্তবায়নে এবং সাধারণ মানুষকে দুর্নীতি বিরোধী চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে দুই দিনব্যাপি তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টায় শহরের আজাদী ময়দানে রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজন এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি-বেসরকারিসহ বিভিন্ন দফতরের ৩৫টি স্টল স্থান পেয়েছে।প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান ফিতা কেটে এর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর মো. কেরামত আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হক, রাজবাড়ী সরকারি আর্দশ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুজ্জামান, রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সাবেক সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা প্রমুখ।রুবেলুর রহমান/এআরএ/আরআইপি
Advertisement