জাতীয়

দ্বিতীয় দফায় ২৮৪ বাড়িতে এডিসের লার্ভা পেয়েছে ডিএনসিসি

দ্বিতীয় দফায় চিরুনি অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার ৪৮৮ বাড়ি, স্থাপনা পরিদর্শন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মশক নিধন টিম। এ সময় ২৮৪ বাড়ি, স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছে তারা। দ্বিতীয় দফায় অভিযানে ১৫-২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১২ দিনের এ তথ্য জানিয়েছে ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

Advertisement

অভিযানে এডিশ মশার লার্ভা পাওয়া বাড়ি, স্থাপনা সংশ্লিষ্টদের সতর্কের পাশাপাশি জরিমানা আদায় করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৭৫ হাজার ৩০৪ বাড়ি, স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় সেসব স্থানগুলো ধ্বংস করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়।

এর আগে গত ২৫ আগস্ট থেকে মশা মারতে প্রথম দফায় চিরুনি অভিযান শুরু করে ডিএনসিসি। সেই অভিযানের ১২ দিনে ৩৬ ওয়ার্ডে সর্বমোট ১ লাখ ২১ হাজার ৫৬০টি বাড়ি, স্থাপনা পরিদর্শন করে ১ হাজার ৯৫৭টিতে এডিস মশার লার্ভা খুঁজে পায় ডিএনসিসি। এ ছাড়া ৬৭ হাজার ৩০৬ বাড়ি, স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান-জমে থাকা পানি পাওয়া যায় সে সময়।

এএস/এএইচ/এমকেএইচ

Advertisement