জাতীয়

শাহবাগে শিশু পার্ক সংস্কার শেষে খুলবে কবে?

শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর-পূর্বদিকের গেট দিয়ে প্রবেশ করলেই ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়)’ লেখা একটি বিশাল সাইনবোর্ড চোখে পড়ে।

Advertisement

সেই সাইনবোর্ডে ২৬৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ভূগর্ভস্থ গাড়ি পার্কিং ৫০০টি, দৃষ্টিনন্দন জলাধারসহ হাঁটার পথ, আন্ডারপাস, মসজিদ, অত্যাধুনিক রাইডসহ শিশু পার্কের আধুনিকায়ন, খাবারের দোকান ও আনুষাঙ্গিক নির্মাণ ইত্যাদি তথ্য লেখা রয়েছে। প্রকল্প বাস্তবায়নকাল ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ এর ডিসেম্বর পর্যন্ত।

সাইনবোর্ডে লেখা প্রকল্প বাস্তবায়নকাল আর মাত্র মাস তিনেক পর শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত শিশুপার্কের আধুনিকায়নসহ অন্যান্য কাজের তেমন অগ্রগতি নেই!

সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাধারণ মানুষের খুব একটা আগ্রহ নেই। তবে সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে যাওয়া শাহবাগের শিশু পার্কটি সংস্কার কাজ শেষে কবে খুলবে? তা নিয়ে রাজধানীসহ সারাদেশের মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শিশু পার্কটি বন্ধ রয়েছে।

Advertisement

প্রায় ৯ মাসেরও বেশি সময় ধরে পার্কটি বন্ধ থাকলেও ঢাকায় বেড়াতে এসে কিংবা ঢাকার বিভিন্ন এলাকা থেকে এখনও অনেকেই ভুল করে শাহবাগ শিশু পার্কে চলে আসেন। পার্কটি বন্ধ দেখে মন খারাপ করে ফিরে যান।

এ ছাড়া শাহবাগ থেকে মৎস্যভবন যাওয়ার পথে অনেকেই পার্কের সামনে থমকে দাঁড়িয়ে কাজের অগ্রগতি দেখেন। সবার এক ও অভিন্ন মন্তব্য- কম খরচে শিশুদের বিনোদনের জন্য শাহবাগের শিশু পার্কের চেয়ে ভালো বিনোদন কেন্দ্র সারাদেশে ছিল না। তারা জানতে চান- কবে আবার চালু হবে পার্কটি?সরেজমিন দেখা গেছে, শিশু পার্কের ভেতরে উত্তর-দক্ষিণে বেইজমেন্টের কাজ শেষ হয়েছে। এখন পিলার তুলে ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে। ভেতরে প্রদর্শনীর জন্য রাখা উড়োজাহাজটি ছাড়া এখানে শিশু পার্ক ছিল তা বোঝার কোনো উপায় নেই।

জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ২০২১ সালের আগে পার্কটির আধুনিকায়ন শেষে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে না। তবে সংস্কার শেষে শিশু পার্কটি দেশের শ্রেষ্ঠ বিনোদনকেন্দ্র হবে।

শুধু শিশুরাই নয়, শিশু পার্কে আগত অভিভাবকরাও পার্কে এসে আনন্দিত হবেন বলে ওই কর্মকর্তার মন্তব্য।

Advertisement

উল্লেখ্য, ঢাকা শহরের প্রাণকেন্দ্র শাহবাগে ১৯৭৯ সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শিশুদের বিনোদনের জন্য সরকারিভাবে দেশের প্রথম এই শিশুপার্ক ১৯৮৩ সাল থেকে যাত্রা শুরু করে। তখন এর নামকরণ হয় ‘শহীদ জিয়া শিশুপার্ক’।

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে ১৫ একর জায়গার ওপর গড়ে ওঠা এ পার্ক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শিশুপার্কটিতে ১২টি রাইড ছিল। যেখানে একটি খেলনা ট্রেন, একটি গোলাকার মেরিগো রাউন্ড রাইড ও একাধিক হুইল রাইড ছিল। ১৯৯২ সালে এ পার্কে বাংলাদেশ বিমানবাহিনীর পক্ষ থেকে সৌজন্য হিসেবে একটি জেট বিমান দেয়া হয়। রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম খরচ হওয়ায় ধনী-গরিব প্রতিটি পরিবারের কাছে জনপ্রিয় ছিল এই পার্ক।

এমইউ/জেডএ/এমকেএইচ