জাতীয়

বিভিন্ন দেশে সাংস্কৃতিক উইং খোলার সুপারিশ

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলকাতা এবং অস্ট্রেলিয়ার সিডনিসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাসে সাংস্কৃতিক উইং খোলার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাতীয় সংসদ ভবনে রোববার বিকেলে অনুষ্ঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর, মনোরঞ্জন শীল গোপাল, মমতাজ বেগম, পংকজ নাথ, এম. এ হান্নান এবং পিনু খান অংশ নেন। বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, রাজশাহী সম্পর্কে এবং কপিরাইট অফিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের স্বকীয়তা ধরে রেখে কিভাবে মূলস্রোতের মানুষের জীবন যাত্রার সাথে সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে গভীর পর্যালোচনা করতে কমিটি সুপারিশ করে।বৈঠকে উল্লেখ করা হয় যে, কারুশিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে চলতি বছর আন্তর্জাতিক মানের একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। সে সঙ্গে মাসব্যাপী লোককারু শিল্প মেলা ও লোকজ উৎসব সার্কের ইভেন্ট হিসেবে আরো জাকজমকভাবে আন্তর্জাতিক মানের করে আয়োজন করা হবে।বৈঠকে আরো উল্লেখ করা হয়, কারুশিল্পীদের পুনর্বাসনের জন্য জরিপ শেষে কি ধরণের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হবে তা স্থিরপূর্বক ব্যয় প্রাক্কলন প্রণয়ন করা হবে এবং একটি বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে পুনর্বাসন কাজটি সম্পাদন করা হবে। এইচএস/একে/আরআইপি

Advertisement