দেশে বিভিন্ন জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য বৃহত্তর কর্মসূচির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহ্বানের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এগারতম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. হাবিবে মিল্লাত, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও লুৎফা তাহের বৈঠকে অংশ নেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে বৈঠকে গভীর শোক প্রকাশ এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিকতা ও সমবেদনা প্রকাশ করে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ আমন্ত্রণে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এইচএস/এসএইচএস/আরআইপি
Advertisement