আন্তর্জাতিক

জঙ্গি প্রবেশ ঠেকাতে সুড়ঙ্গে পানি ঢালছে মিসর

মিসরের সেনাবাহিনী গাজা সীমান্তে সুড়ঙ্গগুলোতে পানি ঢেলে সেগুলো বন্ধ করে দিচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, সুড়ঙ্গ ব্যবহার করে জঙ্গি ও চোরাকারবারিদের প্রবেশ ঠেকাতেই পানি ঢালা হচ্ছে। খবর বিবিসির।মিসরের কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহ ধরে সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। একইসঙ্গে আরো বিস্তৃত এলাকায় খনন কাজ শুরু হয়েছে। সেখানে মাছের খামার করা হবে।এ কাজের জন্য সীমান্ত অঞ্চলে কয়েক শ` বাড়িঘর ভেঙ্গে ফেলা হয়েছে। সীমান্ত এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদেরকে দেশটির সেনাবাহিনী অন্যত্র সরিয়ে নিয়েছে। এর আগে অন্তত কয়েক শ` সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে। কিন্তু এরপরেই অনেকগুলো দিয়ে যাতায়াত করা হচ্ছিল এবং অন্যগুলোও পুনর্নির্মাণ করা হচ্ছে।এদিকে হামাসের অভিযোগ, মিসর ইসরায়েলের সাথে হাত মিলিয়ে গাজাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এসআইএস/আরআইপি

Advertisement