প্রবাস

সিডনিতে শিল্পী সুজিত মোস্তফার সঙ্গীত সন্ধ্যা

অস্ট্রেলিয়ার সিডনির ডুরালের পেসিফিক হিলস খ্রিস্টান স্কুল অডিটোরিয়ামে সম্প্রতি আয়োজন করা হয় শিল্পী সুজিত মোস্তফার সঙ্গীত সন্ধ্যা। ‘মর্মে মর্ম ধ্বনি’ নামের একটি সংগঠনের ব্যানারে প্রধান আয়োজক ছিলেন আনিসুর রহমান নান্টু। আর সার্বিক সহযোগিতায় ছিলেন এলিজা আজাদ টুম্পা ও রাহুল হাসান।

Advertisement

অনুষ্ঠানের শুরুতেই সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আনিসুর রহমান নান্টু শুভেচ্ছা বক্তব্য দিয়ে দর্শক শ্রোতাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। মঞ্চে ছোট্টমনি মাহিকা রহমান সুজিত মুস্তাফাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানোর পর শিশু কিশোরদের সমবেত নাচ-গান হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাফিসা।

শিল্পী সুজিত মোস্তফা পরিবেশন করেন না না যেওনা, আমার আপনার চেয়ে আপন যে জন, আজি মধুর বাঁশি বাজে, দাঁড়ালে দুয়ারে মোর কে তুমি ভিখারিনী, তোমার কাজল কেশ ছড়ালো বলে, নয়ন ভরা জল গো তোমার, পরদেশি মেয়ে, আমি এতো যে তোমায় ভালোবেসেছি, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়ে ছিলে, ও মোর প্রিয়া হবে এসো রাণী, অনেক বৃষ্টি ঝরিয়ে তুমি এলে।

তোমার কাজল কেশ ছড়ালো বলে এই রাত এমন মধুরসহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আবু হেনা মোস্তফা কামালের গান গেয়েও বাবাকে শ্রদ্ধা জানান শিল্পী সুজিত মোস্তফা। তিনি ষাট, সত্তর ও আশি দশকেরও জনপ্রিয় গানগুলো গেয়ে শুনিয়েছেন।

Advertisement

আয়োজনে তার সঙ্গে বাদ্যযন্ত্রে সহযোগিতায় ছিলেন তবলায় অভিজিৎ, কিবোর্ডে নীলাদ্রি চক্রবর্তী। শিল্পী সুরের মূর্ছনায় দর্শকশ্রোতাদের মুগ্ধ করেন। ক্যানবেরায় সংগঠক বিতার আয়োজনে আরো একটি অনুষ্ঠানও করেন। সিডনির স্থানীয় শিল্পীদের মধ্যে ইন্দ্রাণী মুখার্জী, রাহুল হাসান ও অমিয়া মতিন গান পরিবেশন করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরেকটি দলীয় নৃত্য ছিল। রাত ১০টায় সঙ্গীত সন্ধ্যা শেষ হয়।

উল্লেখ্য, সুজিত মোস্তফা একজন নজরুল সঙ্গীতশিল্পী। প্রতিভাবান এই শিল্পী বাংলাদেশে সঙ্গীত প্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ। তিনি প্রখ্যাত কবি, গায়ক ও সুরকার লতিফ আবু হেনা মোস্তাফা কামালের ছেলে শিল্পী সুজিত মোস্তফা। পাবনায় জন্মগ্রহণকারী সুজিত মোস্তফা, পন্ডিত বিনোদ কুমার এর মত বিখ্যাত গুরুদের কাছ থেকে শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন।

তিনি ছায়ানটে শাস্ত্রীয় সংগীতে উপর পাঁচ বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ডিপ্লোমা করেছেন। শিল্পী সুজিত মোস্তফা বেশ কয়েকটি পারফরম্যান্সে বিভিন্ন নজরুল সঙ্গীত, আধুনিক ও ক্লাসিক্যাল সংঙ্গীত পরিবেশন করেন।

সুজিত মোস্তাফার বেশ কয়েকটি অ্যালবাম প্রকাশিত হয়েছে- ‘আমার গানের প্রথম চরনখানি’, ‘বৃষ্টি ঝরে’ এবং ‘দূরে বহুদুরে’। তিনি জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’ এর মাসিক পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করছেন।

Advertisement

এমআরএম/এমকেএইচ