লাইফস্টাইল

জাফরান পোলাও রাঁধবেন যেভাবে

জাফরান পোলাও রাঁধবেন যেভাবে

অতিথি আপ্যায়নে পোলাও না থাকলে কি চলে! যদি চান গতানুগতিক ধাঁচের রান্নার বাইরে ভিন্ন কিছু রান্না করতে তবে বেছে নিন জাফরান পোলাও। এর স্বাদ ও সুঘ্রাণে খুশি হবেন সবাই। চলুন জেনে নেওয়া যাক জাফরান পোলাও তৈরির রেসিপি-

Advertisement

উপকরণ:পোলাওর চাল ৪ কাপঘি ১/২ কাপপেঁয়াজ কুচি ২ টেবিল চামচদারুচিনি টুকরাএলাচ ৪ টিলবঙ্গ ২ টিআদা বাটা ২ চা চামচজয়ত্রি গুঁড়া হাফ চা চামচকেওড়া ১ টেবিল চামচজাফরান ৪ চা চামচ (কেওড়া/পানি তে ভিজিয়ে রাখা)গুঁড়া দুধ ১ টেবিল চামচফোটানো গরম পানি ৭ কাপলবণ স্বাদমতোকাঁচামরিচ কয়েকটি।

প্রণালি: কড়াইয়ে ঘি দিয়ে দারুচিনি টুকরা, এলাচ, লবঙ্গ দিন। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভাজুন, আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে চাল দিয়ে দিন চুলার আঁচ মাঝারি রাখবেন। ৪ থেকে ৫ মিনিট নাড়াচাড়া করে রান্না করে এতে জয়ত্রি গুঁড়া আর কেওড়া দিন। এবার এতে ফুটানো পানি ৭ কাপ দিন সাথে দিন গুঁড়া দুধ আর স্বাদমতো লবণ। উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন। ৫ মিনিট এভাবে রান্না করুন।

এখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন পানি শুকিয়ে এসছে। এবার কেওড়া/পানিতে ভিজিয়ে রাখা জাফরান এই পোলাও এর উপরে ছিটিয়ে দিন। ঢাকনা লাগিয়ে দিয়ে দমে রাখতে পারেন ৫ মিনিট। পরিবেশনের সময় বেরেস্তা, স্লাইস করা ডিম, ছোট ছোট কোফতা দিয়ে সাজিয়ে দিতে পারেন।

Advertisement

এইচএন/এমকেএইচ