নন্দিত নাট্যকার শফিকুর রহমান শান্তনুর রচনায় হাফ ডজন নাটক প্রচার হতে যাচ্ছে এবার ঈদ উল আযহায়। এরমধ্যে ঈদের দিন থেকে ৭ দিন প্রচার হবে সাত পর্বের দুটি ধারাবাহিক নাটক। কমল চৌধুরী পরিচলিত ‘স্ক্রু ড্রাইভার’ সিরিজের তৃতীয় পর্ব ‘সুপার স্ক্রু ড্রাইভার রিটার্ন’ রোজ দুপুর ২টা ২০ মিনিটে ও সকাল আহমেদের পরিচালনায় ‘নায়িকা’ রোজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এশিয়ান টিভিতে। অভিনেতা জাহিদ হাসানের পরিচালনায় ‘বাবা আমার ঈদ’ প্রচার হবে ঈদের তৃতীয়দিন রাত ৮টা ৪০ মিনিটে চ্যানেল নাইনে। অভিনেতা নাদের চৌধুরীর পরিচালনায় ‘ নটী প্রফেসর’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে। শাহীন সরকারের পরিচালনায় টেলিফিল্ম ‘ভালোবেসে যদি সুখ নাহি’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন দুপুর ৩টা ৩০ মিনিটে এটিএন বাংলায়। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘জোছনা ভেজা রাতে’ প্রচার হবে এশিয়ান টিভিতে। এছাড়া শফিকুর রহমান শান্তনু রচিত ৩ টি ধারাবাহিক নাটক ‘জলপ্রপাত’ এটিএন বাংলায়, ‘পাল্টা হাওয়া’ বাংলাভিশনে ও ‘বাই ফোকাল’ চ্যানেল নাইনে নিয়মিত প্রচার হচ্ছে। এলএ/আরআইপি
Advertisement