পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের স্বশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ৬২ মিমি ৩৮০ রাউন্ড ( চায়না) গুলির খোসা ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার সকালের দিকে মানিকছড়ির বড়ডলু মুসলিমপাড়া এলাকা থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এসব গুলি ও খোসা উদ্ধার করে মানিকছড়ি থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ করিম বলেন, বুধবার বিকেলে ইউপিডিএফ সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়লে দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। বৃহস্পতিবার সকালে মানিকছড়ি থানা পুলিশের একটি দল ওই এলাকায় টহলে গিয়ে দুটি তাজা গুলিসহ ৩৮০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
প্রসঙ্গত, বুধবার বিকেলে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট –ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রসহ বড়ডলু এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি চালায়। তখন আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ ঘটনায় লক্ষ্মীছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. আনিসুর রহমান গুলিবিদ্ধ হন।
Advertisement
এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় জনপ্রিয় চাকমা (৪৫) নামে এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি এসএমজি এবং ২৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করে তারা।
মুজিবুর রহমান ভুইয়া/এমএমজেড/পিআর