দেশজুড়ে

রূপগঞ্জে ক্যাভার্ড ভ্যানের কাপড় লুট : গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ক্যাভার্ড ভ্যানের কাপড় লুটের ঘটনা ঘটেছে। লুটের ঘটনায় ক্যাভার্ড ভ্যানচালকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ২০ কার্টুন কাপড় উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার রূপসী এলাকা থেকে কাপড়সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, চট্রগামের চৌদ্দগ্রাম থানার সরুড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে হাসান মিয়া (৩৮), কুষ্টিয়া জেলার সিরাজুল ইসলামের ছেলে ইব্রাহিম খলিল তোতা (৪৮), ফরিদপুর জেলার সালখা থানার ভদ্রপাড়া এলাকার ইউসুফ মিয়ার ছেলে আব্দুল রাজ্জাক (২৮) এবং উপজেলার রূপসী এলাকার মৃত লাল মিয়া প্রধানের ছেলে সহিদুল ইসলাম খোকন (৩৫)। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের আশুলিয়া এলাকার এজে সুপার গার্মেন্টস থেকে ২৫৫ কার্টুন রফতানিমুখী কাপড় নিয়ে ক্যাভার্ড ভ্যানযোগে (চট্র মেট্রো ট ১১-০৭৮৪) চট্রগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। রাত পৌনে ১টার দিকে ক্যাভার্ড ভ্যানচালক হাসান মিয়ার সহযোগিতায় একদল লোক  ক্যাভার্ড ভ্যানে থাকা ২৫৫ কার্টুন কাপড় লুট করে নিয়ে যায়। পরে ভোরে ক্যাভার্ড ভ্যানটি রাজধানীর ডেমরা এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় মডার্ন ট্রান্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক বাদি হয়ে ক্যাভার্ড ভ্যান চালক হাসান মিয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ক্যাভার্ড ভ্যানচালক হাসান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী রূপসী এলাকা থেকে কাপড় উদ্ধারসহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়। মীর আব্দুল আলীম/এসএস/পিআর

Advertisement