জাতীয়

কলাবাগানে অজ্ঞানপার্টির ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর কলাবাগান থানাধীন এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞানপার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার রাতে কলাবাগান থানাধীন আন্তঃজেলা বাস টার্মিনারের হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আবুল বাশার মোল্লা, মইনুল ইসলাম, ইকবাল হোসেন, নাছিমা ও মাকুল। এসময় তাদের কাছ থেকে অজ্ঞান করার ট্যাবলেট, ইয়াবা, ব্লেড ও মোবাইল জব্দ করা হয়। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবদে সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি’র উপ-কমিশনার (ডিবি উত্তর) শেখ নাজমুল আলম। তিনি বলেন, ডিবি উত্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কলাবাগান থানার কলাবাগান আন্তঃজেলা হানিফ বাস কাউন্টারের সামনে যাত্রীদের অজ্ঞান করে মালামাল চুরির অপতৎপরতা করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন অজ্ঞানপার্টির ৬ সদস্যকে ধাওয়া করে ৫ জনকে গ্রেফতার করা হয়। একজন পালিয়ে যায়্। এ সময় তাদের হেফাজত হতে ৪৩টি ইয়াবা ট্যাবলেট, ১৪টি চেতনানাশক ট্যাবলেট, ৫টি মানিব্যাগ ও ৬টি ব্লেড উদ্ধার করা হয়। ডিসি শেখ নাজমুল আলম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় তারা একটি সংঘবদ্ধ চক্রের কাজ করে। সাধারণত দূরপাল্লার গাড়িগুলো তারা টার্গেট করে থাকে। কলাবাগান বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে একা ভ্রমণরত যাত্রীকে তারা টার্গেট করে। পরবর্তী সময়ে খাতির জমিয়ে পিঠা বা অন্যান্য খাবার সরবরাহ করে। আবার কখনো কখনো বাস কর্তৃক সরবরাহকৃত পানির বোতল কৌশলে বদলে দিয়ে চেতননাশক ট্যাবলেট মিশিয়ে দেয়। এভাবেই অজ্ঞান করে তারা একজন যাত্রীর সর্বস্ব লুটে নেয়। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের এডিসি, ডিবি (উত্তর) মাহফুজুল ইসলামের তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের টিম এ অভিযানটি পরিচালনা করেন।জেইউ/এসএইচএস/পিআর

Advertisement