সাহিত্য

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার পেলেন যারা

প্রিয় বাংলা পাণ্ডুলিপি পুরস্কার ২০২০ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে প্রিয় বাংলা প্রকাশন। এ বছর চার জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান এসএম জসিম ভূঁইয়া পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুরস্কারপ্রাপ্তরা হলেন- ‘মাটি’ উপন্যাসের পাণ্ডুলিপির জন্য প্রিন্স আশরাফ, ‘বর পালালো’ ছড়ার পাণ্ডুলিপির জন্য জনি হোসেন কাব্য, ‘শেষ বিকেলের গল্প’ পাণ্ডুলিপির জন্য তন্ময় আলমগীর, ‘উদ্বাস্তু মেঘের মিছিল’ কবিতার পাণ্ডুলিপির জন্য মাহমুদ হায়াত।

প্রকাশক জানান, বিজয়ী পাণ্ডুলিপি বই আকারে প্রকাশ করা হবে। এছাড়া বিজয়ীদের ৫ হাজার টাকা সম্মানি, ক্রেস্ট এবং সনদ দেওয়া হবে। অক্টোবরের শেষের দিকে বিজয়ীদের হাতে এসব তুলে দেওয়া হবে।

জানা যায়, এ বছর মোট ৪২৭টি পাণ্ডুলিপি জমা পড়ে। তার মধ্য থেকে চার জনকে মনোনীত করা হয়েছে। এছাড়া সুপার লিস্টে থাকা বিশ জনের বই প্রকাশে বিশেষ সুবিধা দেওয়া হবে।

Advertisement

প্রিয় বাংলা গত ৩ বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রিয় বাংলার প্রকাশক।

এসইউ/এমকেএইচ