বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি এবং সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ অস্ট্রিয়া সমিতি।
Advertisement
রাজধানী ভিয়েনার স্থানীয় এক হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের সহধর্মিণী জান্নাতুল ফরহাদ এবং একমাত্র কন্যা ফারজানা ফরহাদ।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমান কবির সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মিজান, সাংগঠনিক সম্পাদক দুলাল ভুইয়া, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া সম্পাদক জীবন আহমেদ এবং সদস্য মোহাম্মদ চৌধুরী লিটন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সালাউদ্দিন মীর তরুন, রেজাউর রহমান পলাশ, হুমায়ন কবির, জুয়েল ইসলাম, আরেফিন রানা, জুয়েল ঢালী এবং তামিম খান প্রমুখ। আলোচনা সভার শুরুতে মোহাম্মদ আব্দুল সাত্তার পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন।
Advertisement
সভায় বক্তব্য দেন শাহীন চৌধুরী, আনিসুজ্জামান, নয়ন হোসেন, রবিন মোহাম্মদ আলী, পারবেজ মনোয়ার, মোশাররফ হোসেন আজাদ, নেয়ামুল বশির, মাসুদুর রহমান, হানিফ ভুইয়া, জাকারিয়া সাইমুমসহ প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
মরহুম ফরহাদের সহধর্মিণী বলেন, ভিয়েনা বাংলা কমিউনিটির কোনো না কোনো ব্যক্তির সমস্যায় সবার আগে এগিয়ে এসেছেন শাহ মোহাম্মদ ফরহাদ, কখনো নিজের পরিবারের কথা চিন্তা করেননি। মরহুম শাহ মোহাম্মদ ফরহাদের কথা বলতে গিয়ে এ সময় কান্না ভেঙে পড়েন জান্নাতুল ফরহাদ।
বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন নবনির্মিত সমিতির ভবনের অডিটোরিয়াম শাহ মোহাম্মদ ফরহাদের নামে করার আহ্বান জানান। বিশেষত ভিয়েনা বাংলা কমিউনিটির অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা একই দাবি জানান।
এমআরএম
Advertisement