দেশজুড়ে

ঝিনাইদহে ভ্যানচালক খুনের ঘটনায় আটক ২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে ভ্যানচালক নেহেদ আলী মালিথা (৩৮) খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর থেকে পুলিশ তাদের আটক করে। গ্রেফতাররা হলেন, শৈলকুপা পৌর এলাকার খালকুলা গ্রামের দেলবার শেখের ছেলে সুমন ওরফে আক্তার (৪৫)। আক্তার বর্তমানে কুষ্টিয়ার লাহিনী বটতলা বসবাস করে। অন্যজন হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বনচাকি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আকবর হোসেন (৩৫)। সে বর্তমানে কুষ্টিয়ার হাউজিং বি ব্লক এলাকায় বসবাস করে। পুলিশ সূত্রে জানা যায়, শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এমদাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় কুষ্টিয়ার ১৯২ নুরউদ্দিন আহম্মেদ রোডের হরিশংকরপুর আলহাজ্ব ডাল মিলের সামনে থেকে তাদের আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের একটি বাড়ি থেকে থেকে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করে। উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আছালত মালিথার ছেলে নেহেদ মালিথা শুক্রবার একটি ব্যাটারিচালিত অটোভ্যান কিনে ভাড়ায় বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে শৈলকুপার কাঁচেরকোল গ্রামের মাঠে তার হাত পা বাঁধা মরদেহ পাওয়া যায়।শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাসেম খান জানান, নেহেদ আলী হত্যার উদ্দেশ্য ও ক্লু পুলিশ ১৫ ঘণ্টার মধ্যে উদ্ধার করতে সমর্থ হয়েছে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।এসএস/এমএস

Advertisement