আন্তর্জাতিক

ব্রিটিশ সাহিত্যিক জ্যাকি কলিন্স আর নেই

ব্রিটিশ সাহিত্যিক জ্যাকি কলিন্স আর নেই। দীর্ঘ সাত বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে লড়াইয়ের পর ৭৭ বছর বয়সে মারা গেছেন তিনি। এক বিবৃতিতে তার পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।জীবনের শেষ কয়েকটি দিন লস অ্যাঞ্জেলসের বাড়িতেই ছিলেন তিনি। তার বোন অভিনেত্রী জোয়ান কলিন্স বলেছেন, জ্যাকির মৃত্যুর খবরে আমি একদম ভেঙে পড়েছি। ও ছিল আমার বেস্ট ফ্রেন্ড।স্কুলে পড়ার সময়ই লিখতে শুরু করেন জ্যাকি। চার দশকের ক্যারিয়ারে বিশ্বের ৪০টি দেশে জ্যাকির প্রায় ৫০ কোটি বই বিক্রি হয়েছে। তার প্রথম উপন্যাস ‘দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অব ম্যারেড ম্যান’ প্রকাশিত হয় ১৯৬৮ সালে। শুরুতেই বেস্টসেলারের তালিকায় উঠেছিল এই বইটি।জ্যাকির ৩২টি উপন্যাস নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার লিস্টেও জায়গা করে নেয়। জ্যাকি নিজে তার বইতে বলেছেন, আমি গল্প বলি। গল্প বলতে আমার ভাল লাগে। কিন্তু সে অর্থে আমি লেখিকা নই।সংসার জীবনে দুবার বিয়ে করেছিলেন জ্যাকি। তার তিন কন্যা সন্তান রয়েছে।এসআইএস/এমএস

Advertisement