জাতীয়

পুলিশের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না

বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) মো. মোখলেসুর রহমান বলেন, মহাসড়কে গরুর ট্রাক থেকে পুলিশের চাঁদা নেয়ার অভিযোগ পাওয়া যায় গেলে তা কোনভাবেই বরদাস্ত করা হবে না। রোববার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত আইজিপি বলেন, ২-১ জন পুলিশ সদস্যের জন্য সমগ্র পুলিশ বাহিনীকে কলঙ্কিত করা যাবে না। যদি কোন পুলিশ সদস্যের উপর চাঁদা নেয়ার নির্দিষ্ট কোন অভিযোগ থাকলে সাময়িক বরখাস্থ, বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি নিয়মিত আইনে ব্যবস্থা নেয়া হবে। পুলিশের এধরণের কর্মকাণ্ড নজরদারি করতে ইন্টেলিজেন্স এবং ফিল্ড কমান্ডাররা নিয়োজিত রয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক (এমপিআর) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এআর/এসএইচএস/পিআর

Advertisement