দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি

ঈদে ঘরমুখো যাত্রীবাী যানবাহন এবং ঢাকাগামী কোরবানির পশুবাহী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের বাসাইল এলাকা পর্যন্ত যানবাহন চলছে থেমে থেমে। কোথাও চলছে ধীর গতিতে।গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘরমুখো যাত্রীবাহী (যমুনামুখী) গাড়ির চাপে সকালে টাঙ্গাইলের বাসাইল থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি ধীর গতিতে চলাচল করে এবং এ চাপ গাজীপুরের কালিয়াকৈর বংশাই ব্রিজ পর্যন্ত ছড়িয়ে পড়ে। তিনি আরো জানান, ঈদকে সামনে রেখে ঘরমুখো এবং ঢাকাগামী পশুবাহী গাড়ির চাপ রয়েছে এবং গাড়ি চলাচল করছে ধীর গতিতে।গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেন জাগো নিউজকে জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো যানবাহন এবং উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী যানবাহনের চাপ রয়েছে। যানবাহন বেড়ে গেলে সড়কে এমনিতেই কম গতিতে গাড়ি চলাচল করে। তবে ওই মহাসড়কে যানজট নেই। চন্দ্রা ত্রিমোড় এলাকায় রেশনিং পদ্ধতিতে যানবাহন চলাচলের সময় বন্ধ থাকা রুটে গাড়ির কিছুটা টেইল (লম্বা লাইন) সৃষ্টি হয়।                    আমিনুল ইসলাম/এসএস/পিআর

Advertisement