নীলফামারীর ডিমলায় শনিবার সন্ধ্যায় অটোবাইক থেকে পড়ে মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ডিমলা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অটোবাইকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের ভাটিয়া পাড়া নামক স্থানে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর তিতপাড়া গ্রামের ছপিয়ার রহমানের স্ত্রী রশিদা বেগম (৬০) সন্ধ্যায় ডিমলা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে উত্তর তিতপাড়া ভাটিয়াপাড়া রাস্তার অটোবাইক থেকে পড়ে যান। এসময় একটি মোটরসাইকেল দ্রুত বেগে রশিদা বেগম ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে ডিমলা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। জাহেদুল ইসলাম/এমজেড/পিআর
Advertisement