দল-মুখ না দেখে অপরাধ দমনে কঠোর হওয়া, মাদক-দুর্নীতি থেকে দূরে থাকা এবং হয়রানি-নির্যাতনের বদলে জনগণের সেবক হওয়ার দাবিতে পুলিশ সুপার/মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর মঙ্গলবার দেশব্যাপী স্মারকলিপি দেবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
Advertisement
সোমবার দলটির সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ১০ দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দেশব্যাপী পুলিশ সুপার/মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করা হবে।
এ কর্মসূচির অংশ হিসেবে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে এদিন সকাল ১১টায় রাজধানীর মৎস্যভবন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করবে।
Advertisement
এতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলমসহ জাসদ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর জাসদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।
এইউএ/বিএ/জেআইএম