নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তারপরও নানা উৎকণ্ঠা বিরাজ করছে প্রার্থী ও ভোটারদের মধ্যে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে , চলতি বছরের ২৮ এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নির্বাচন অফিস থেকে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি জুলাই মাসের ৭ তারিখে শূণ্য ঘোষণা করেন এবং ২৬ আগস্ট চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। (২১ সেপ্টেম্বর) সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন।এদিকে তারিখ ঘোষণার পর থেকে পুরো এলাকায় নির্বাচনী উৎসব শুরু হয়েছে। একদিকে ঈদ ও তার আগে নির্বাচন দুই মিলে গোটা এলাকায় চলে জমজমাট নির্বাচনী প্রচার। শুরু থেকে অনেকের চেয়ারম্যার পদে প্রার্থী হওয়ার কথা থাকলেও সাতজন মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে তিনজন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ার পর মাঠে চারজন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন সেলিম ( রজনীগন্ধা) ও বিএনপি থেকে নাজমুল করিম খোকা মিয়া (অটোরিকশা) নিয়ে চুড়ান্ত ভোট যুদ্ধে নেমেছেন।তিনি এর আগেও একবার চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। ইতোমধ্যে প্রার্থীরা প্রতীক নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেকে সৎ ও যোগ্য দাবি করে ভোট প্রার্থনা করছেন। এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে নারী উন্নয়ন কোনো কিছুই বাদ যাচ্ছে না প্রতিশ্রুতি থেকে। কয়েকজন ভোটারের সঙ্গে আলাপ করে জানা যায়, তারা দেখে শুনে ভোট দিবেন। যাকে দিয়ে এলাকার উন্নয়ন তথা নিরপেক্ষ সালিশি, নারী উন্নয়নসহ সবকিছু করতে পারবেন এমন প্রার্থীকে তারা ভোট দিবেন। পাশাপাশি স্থনিীয় প্রশাসনের ভোটারদের দাবি ভোট গ্রহণ যেনো সুষ্ঠুভাবে হয়। বিএনপি সমর্থিত প্রার্থী নাজমুল করিম খোকা মিয়া (অটোরিকশা প্রতীক নিয়ে যিনি চেয়ারম্যান পদে ভোট করছেন) জাগো নিউজকে জানান, এর আগেও তিনি একবার চেয়ারম্যান পদে ভোট করেছেন। সে সময় তার ভোট জোর করে নিয়ে গেছে। এবার তিনি জনগণের ভালোবাসায় আবার ভোট করছেন। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুরুল হোসেন সেলিম রজনীগন্ধা প্রতীক নিয়ে ভোট করেছন। তিনি জানান, রসুলপুরে ভোট সুষ্ঠুভাবে হবে এবং শতভাগ আশাবাদী তিনি চেয়ারম্যান পদে জয়ী হবেন। আর জয়ী হলে স্থাণীয় সংসদ সদস্যকে নিয়ে এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়ন করবেন।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা জাগো নিউজকে জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। এলাকায় বিজিবির পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খরা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা করে সুষ্ঠু ভোট গ্রহণের পরিবেশ কেউই যাতে নষ্ট করতে না পারে তার জন্য তারা সচেষ্ট রয়েছেন।মিজানুর রহমান/এসএস/পিআর
Advertisement