জাতীয়

ক্যাসিনো কীভাবে দেশে এলো সে বিষয়ে তদন্ত হচ্ছে

দেশে ক্যাসিনো কীভাবে প্রবেশ করল সে বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Advertisement

ক্যাসিনোর সরঞ্জাম বিমানবন্দর দিয়েই দেশে এসেছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা এ বিষেয়ে কিছু জানে না। তাহলে দেশে এসব ক্যাসিনো এলো কীভাবে এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখুন বিমানবন্দরে কাস্টম অথরিটি থাকে, তারা চেক করে। ক্যাসিনো কীভাবে এলো এটার চেয়ে বড় কথা এখানে ক্যাসিনো খেলছে কেন? সেটার জন্যই আমরা অভিযান চালাচ্ছি।’

তিনি বলেন, ‘আপনার কম্পিউটার যদি দেখন, কম্পিউটার তো ছোট ছোট টুকরো করে এনে অ্যাসেম্বলিং করে। আমাদের প্রগতি বড় গাড়িগুলো তৈরি করছে। এগুলোও বিভিন্ন পার্টস আলাদাভাবে এনে জোড়া দিয়ে তৈরি করা হয়। আমি জানি না তবে এমনি হতে পারে যে ক্যাসিনোর সরঞ্জামও ছোট ছোট করে নিয়ে এসেছে কেউ বুঝতে পারেনি। সে রকমও হতে পারে।’

তিনি আরও বলেন, কীভাবে এগুলো নিয়ে আসল? কী ডিক্লারেশনে নিয়ে আনা হয়েছে সেগুলো এখন তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

এ ধরনের অভিযানের কারণে ক্লাবগুলোতে খেলাধুলায় অস্থিরতা নেমে আসবে, এ বিষয়ে চিফ হুইপও উদ্বেগ প্রকাশ করেছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বৈধ কোনো কিছুতে অভিযান চালাচ্ছি না। যেগুলো অবৈধ, ক্যাসিনো একটা জুয়া খেলা এটা একটা অবৈধ খেলা। এসব ক্ষেত্রেই অভিযান চালানো হচ্ছে। বৈধ খেলায় কেউ হানা দেবে না। আমার জানামতে দিচ্ছে না।

এমইউএইচ/বিএ/এমকেএইচ