দেশজুড়ে

কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বিঘ্নিত

বৈরী আবহাওয়ার কারণে রোববার সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। ঝড়ো হাওয়ার কারণে নৌরুটে চলাচলকারী ডাম্প ফেরি সকাল থেকে বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য ফেরি চললেও পদ্মা উত্তাল থাকায় পারাপার হতে সমস্যা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে বলে জানা গেছে।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়া বিরাজ করায় সকাল থেকে কাওড়াকান্দি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন পর ফেরি চলাচলের রুট সচল হলেও রোববার সকাল থেকে আবহাওয়া খারাপ থাকায় ফেরি চলাচল করতে পারছে না। এদিকে লঞ্চ ও স্পিডবোট চললেও তা সীমিত আকারে চলছে। তবে সকালে কিছু সময়ের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ছিল বলে ঘাট সূত্রে জানা গেছে।বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী জানান, সকাল থেকে ডাম্প ফেরি চলাচল বন্ধ ছিল। দুপুর ১২টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে একটি ফেরি মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তাছাড়া অন্যান্য ফেরি চললেও বৈরী আবহাওয়া কারণে পদ্মা উত্তাল থাকায় ফেরি চলাচলে কিছুটা সময় বেশি লাগছে।এদিকে কাওড়াকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী পরিবহন। তবে কোরবানির গরুবাহী ট্রাক পারাপারে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে ঘাট সূত্রে জানা গেছে।একেএম নাসিরুল হক/এসএস/এমএস

Advertisement