বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পেলেন নতুন পাঁচজন সহকারী প্রক্টর।
Advertisement
তারা হলেন- নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কেএম তারিকুল ইসলাম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিনুল ইসলাম জোয়ারদার, অটোল্যারিংগোলজি হেড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফারহান আলী রাজিব, হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়েটিক লিভার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী ও মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সালেহ উদ্দীন।
রোববার (২২ সেপ্টেম্বর) নবনিযুক্ত পাঁচ সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
এমইউ/বিএ/জেআইএম