জাতীয়

কাজাখস্তান গেলেন স্পিকার

পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কাজাখস্তানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি দেশ ছাড়েন।

Advertisement

স্পিকারকে বিদায় জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, স্পিকারের নেতৃত্বে ওই কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলে আছেন হুইপ ইকবালুর রহিম এমপি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বেগম সাগুফতা ইয়াসমিন এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

কনফারেন্সটি কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

Advertisement

সংসদ সচিবালয় জানায়, কনফারেন্স শেষে স্পিকার উগান্ডায় অনুষ্ঠেয় ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সেও যোগ দেবেন। স্পিকারের নেতৃত্বে এ কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকবেন হুইপ ইকবালুর রহিম এমপি, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, মো. আবু জাহির এমপি, মোহাম্মাদ নজরুল ইসলাম এমপি ও শিরীন আহমেদ এমপি। উগান্ডার রাজধানী কাম্পালায় ২২ থেকে ২৯ সেপ্টেম্বর কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

কনফারেন্স শেষে আগামী ২৮ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।

এইচএস/এমএআর/জেআইএম

Advertisement