রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাইয়ে দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) আরো বেশ কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
Advertisement
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরের লাভলেইন আঞ্চলিক সার্ভার স্টেশন থেকে তাদের নিয়ে যাওয়া হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।
তিনি জানান, তদন্তের প্রয়োজনে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে যাদের সন্দেহ হবে তাদের গ্রেফতার করা হবে।
এদিকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি সূত্রে জানা গেছে, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াত চক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজন নারী ও তিনজন পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফজতে নিয়েছে পুলিশের এই বিশেষ শাখার চট্টগ্রাম মেট্রোপলিটন ইউনিট। তাদের সবাই নির্বাচন কমিশনের অধীনে অস্থায়ীভাবে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন।
Advertisement
আবু আজাদ/এসএইচএস/এমএস