দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার ভোররাত থেকে এ মহাসড়কে যানজট শুরু হয়। সকাল সাড়ে ১১টার পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।মির্জাপুর ট্রাফিক কট্রোলরুম সূত্রে জানা যায়, রোববার ভোররাত থেকেই যানজট দেখা দেয়। পশুবোঝাই ট্রাকের চাপ ও গুড়িগুড়ি বৃষ্টির কারণে যানজট আরো বাড়ছে। এছাড়া ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপও বেড়ে গেছে।এদিকে প্রতিনিধি জানায়, মহাসড়কে ঢাকামুখী গাড়িগুলো প্রায় আধাঘণ্টা একই স্থানে থেমে রয়েছে। অন্যপাশে ঢাকা থেকে টাঙ্গাইল অভিমুখে গাড়িগুলো ধীর গতিতে চলছে। সকাল সাড়ে ১১টায় পর্যন্ত এ অবস্থা ছিল।তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানিয়েছে মির্জাপুর ট্রাফিক কট্রোলরুম।উল্লেখ্য, গতকাল শনিবারও গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এবং এর আশপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।আরএস/এমএস

Advertisement