মহাত্মাবিত্ত নহে তর্পণীয় চিত্ত পুরুষের। – মোহিতলাল মজুমদারমহৎ লোকের অন্তর সর্বক্ষণ দগ্ধ হতে থাকে। – এডমন্ড বার্কমহৎ মানুষেরা বিধাতার কল্পনার চমৎকার ফসল। – পি জে বেইলিকোনো মহৎ লোকের জীবনই বৃথা যায় না। – ডাব্লিউ এস ল্যান্ডারবিধাতার রাজ্যে মহৎ মানুষেরা স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে। – জন ড্রিঙ্ক ওয়াটারবচনসাগরে শয়ন যার শিশিরে কি ভয় তার? অর্থ : বড় বিপদে পতিত ব্যক্তি ছোট কোন বিপদে তেমন বিচলিত হয় না- এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস
Advertisement