শনিবার সকালে ঢাকাসহ দেশের অনেক স্থানে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হয়েছে। তারপর সারাদিন আকাশ ছিল মেঘলা আকাশ। থেমে থেমে বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজও (রোববার) দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।আবহাওয়াপঞ্জি অনুযায়ী বাংলাদেশে এবারের বর্ষা মৌসুম একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে। এ সময় দিনে-দুই দিনে হঠাৎ করে দুই-এক পশলা বৃষ্টি হওয়াই স্বাভাবিক। তবে দেশের ওপর মৌসুমি বায়ু এখনো সক্রিয়। তার ওপর বঙ্গোপসাগরে বারবার সৃষ্ট লঘুচাপ মৌসুমি বায়ুর সক্রিয়তা বাড়িয়ে দিচ্ছে।এর ফলে কয়েক দিন ধরে আকাশে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘমালা। গত এক সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। ১৫ সেপ্টেম্বর হয়েছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। তার প্রভাব মিলিয়ে যেতে না-যেতে শুক্রবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হয় আরেকটি লঘুচাপের।এ ছাড়া ভারতের মহারাষ্ট্র ও সন্নিহিত এলাকার স্থলভাগে বিরাজ করছে একটি স্থল নিম্নচাপ। এসব মিলিয়ে গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ওডিশার ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে আসাম ও বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত মৌসুমি বায়ু বিস্তৃত হয়েছে।বিএ
Advertisement