পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিলো বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)। কিন্তু বৃষ্টির কারণে সম্ভব ছিলো না সেদিন খেলা। তবে আয়োজকরা জানায় আবহাওয়া ও প্রকৃতি অনুকূলে থাকলে শুক্রবার রিজার্ভ ডে'তে মাঠে গড়াবে ম্যাচটি।
Advertisement
যেই কথা সেই কাজ। আবহাওয়া ও প্রকৃতির আনুকূল্য পেয়ে আজই মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারতের অনূর্ধ্ব-২৩ দল। তবে মাঠে বাংলাদেশের বোলার-ফিল্ডারদের আনুকূল্য পায়নি ভারতের বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা। তাই তো নিজেদের ৫০ ওভারে ৯ উইকেটে ১৯২ রানের বেশি করতে পারেনি ভারত। জয় পেতে বাংলাদেশের করতে হবে ১৯৩ রান।
শুক্রবার লখনৌ এর ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। অধিনায়কের সিদ্ধান্ত কাজে লাগাতে কোনো ভুল করেননি দলের বোলাররা।
ইনিংসের প্রথম ওভারেই যশভি জয়সওয়ালকে সাজঘরে পাঠান আবু হায়দার রনি। এরপর আর তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ভারত। উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। সবার ব্যর্থতার ভিড়ে ব্যাট হাতে একা লড়াই করেছেন আরিয়ান জুয়াল। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬৯ রান করেন তিনি।
Advertisement
এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান শরতের ব্যাট থেকে আসে ৪২ রান। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মেহেদি হাসান। ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এছাড়া ২টি করে উইকেট নেন অধিনায়ক সাইফ হাসান ও আবু হায়দার রনি। অন্য দুই উইকেটে নাম লেখান শফিকুল ইসলাম ও রবিউল হক।
এসএএস/এমএস