জাতীয়

হাসান মাহমুদ খন্দকারের নিয়োগ বাতিলের দাবিতে মাদ্রিদে বিক্ষোভ

স্পেনে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নিয়োগ বাতিলের দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গনে ইউরোপের বিএনপি ও সমমনা দলের সমর্থক প্রবাসী বাংলাদেশীরা বিক্ষোভ করেছেন।গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীরা এই বিক্ষোভে অংশ দেন। বিক্ষোভকারীরা হাসান মাহমুদের অপসারণের দাবিতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশে স্প্যানিশ, ইংরেজি, ফ্রেঞ্চসহ বিভিন্ন ভাষায় শ্লোগান দেন।স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকির পরিচালনায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বক্তারা হাসান মাহমুদ খন্দকার ও শেখ হাসিনা সরকারের কড়া সমালোচনা করেন।বক্তারা বলেন, এক এগারোর পর মঈন-ফখরুদ্দিন সরকারের সময় র্যাষবের ডিজি ও পরবর্তীতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি হাসান মাহমুদ খন্দকার বাংলাদেশের চরম মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যার সঙ্গে জড়িত।বক্তারা আরো বলেন, শাপলা চত্বরে আলেম উলামাদের নির্বিচারে হত্যা করায় পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকার তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। বিক্ষোভ শেষে মানবাধিকার সংস্থা ভালিআন্তে বাংলার সভাপতি ফজলে এলাহীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।উল্লেখ্য, গত ১৭ আগস্ট ২০১৫ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি এখনো স্পেনে রাষ্ট্রদূত হিসেবে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মস্থলে যোগদান করেননি।বিএ

Advertisement