ক্যাম্পাস

বশেমুরবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্যের পদত্যাগ দাবি করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

Advertisement

এর আগে গতকাল বুধবার রাত ১২টার দিকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা উপাচার্যকে বিএনপির লোক দাবি করে তার বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে বলেন, এই উপাচার্যের মেয়াদে নিয়োগ পাওয়া শিক্ষকরা জামায়াত-বিএনপির লোক। তাই এ বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপির উপাচার্য থাকতে পারবে না। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কারের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা আন্দোলন শুরু করেন। সাংবাদিকদের আন্দোলনের মুখে গত বুধবার জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Advertisement

আরএআর/পিআর