রাজনীতি

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ছাড় নেই : নানক

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বর্তমান সরকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে। এসব বিপথগামীদের ব্যাপারে কোনো ছাড় নেই। কঠোর হস্তে তাদের দমন করা  হবে।  শনিবার মোহাম্মদপুরে টোকিও স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এমন হুঁশিয়ারি দেন তিনি। টোকিও স্কয়ার নির্মাণ করায় জাপান গার্ডেন সিটি লি. কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নানক বলেন, মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিপুল জনগোষ্ঠী নাগরিক সুবিধা পাবে। তিনি ব্যবসায়ীদের দেশপ্রেম ও ত্যাগের মনোভাব নিয়ে কাজ করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রুপান্তরে সহায়তার আহ্বান জানান। জাপান গার্ডেন সিটি লিমিটেডের চেয়ারম্যান এস.এম খলিলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বুয়েটের সাবেক অধ্যাপক ড. শামিমুজ্জামান বসনিয়া, রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. শামসুল হক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়াহিদুজ্জামান।১১ তলা বিশিষ্ট প্রায় ৩ লাখ বর্গফুটের এ কমপ্লেক্সে প্রায় এক হাজার শপিং ও বাণিজ্যিক স্পেস, শিশু কিশোরদের খেলাধুলা জোন, প্রায় ৫০০ গাড়ি পার্কিং ও আন্তর্জাতিক মানের কনভেনশন হলসহ বিশেষ সুবিধা রয়েছে। এটি নির্মাণের ফলে পাঁচ সহস্রাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানানো হয়।এএসএস/একে/পিআর

Advertisement