জীবনের অপর নাম ভালবাসা। পানির অপর নাম জীবন। জীবনের জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। ভোক্তাদের জন্য সাশ্রয় ও স্বামর্থ্য দুটোই বিবেচনায় নিয়ে দেশের উদীয়মান শিল্প প্রতিষ্ঠান আরএফএল বাজারে নিয়ে এসেছে বিশুদ্ধ পানির পিউরিফায়ার ‘ড্রিংকইট’। এখন থেকে বিশুদ্ধ পানির অপর নাম হবে ড্রিংকইট।শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর রবীন্দ্র সরোবরে আরএফএল এর নতুন পণ্য বিশুদ্ধ পানির পিউরিফায়ার ‘ড্রিংকইট’ এর মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আরএফএল এর পরিচালক আরএন পল।তিনি বলেন, সাশ্রয়ী মূল্যে জনগণের হাতের নাগালে নিরাপদ পানি পৌঁছে দিতেই আরএফএল বাজারে নিয়ে এসেছে ‘ড্রিংকইট’ ওয়াটার পিউরিফায়ার।জনসাধারণকে ফুটানো পানির চেয়েও নিরাপদ পানি পেতে ‘ড্রিংকইট’ ওয়াটার পিউরিফায়ার এর উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আরএফএল এর পরিচালক আরও বলেন, আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি অন্যান্য পিউরিফায়ারের চাইতে ‘ড্রিংকইট’ অনেক বেশি সাশ্রয়ী, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহে সহায়ক।আরএফএল কর্মকর্তারা জানান, পানি বিশুদ্ধকরণ এ পণ্যটি এখন সারাদেশে আরএফএল ও বেস্টবাই বিপণি কেন্দ্রসহ সর্বত্র পাওয়া যাচ্ছে। ভোক্তারা চাইলে (বিনা চার্জে) হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে।বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়িকা ও আরএফএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মৌসুমী বলেন, আরএফএল ভোক্তা বিশেষ করে গৃহিণীদের সুবিধার্থে বাজারে এনেছে ওয়াটার পিউরিফায়ার ড্রিংকইট। গৃহিণী হিসেবে আমি কখনোই পণ্য কেনার সময় কোয়ালিটির বিষয়টি কম্প্রমাইজ করি না। আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নই একজন গৃহিণী হিসেবে বলছি, বিশুদ্ধ পানি সরবরাহে ওয়াটার পিউরিফায়ার ‘ড্রিংকইট’ এর বিকল্প নেই।আরএফএল প্লাস্টিক এর এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ কুমার পোদ্দার বলেন, আমরা সব সময় ভোক্তাদের পাশেই থাকার চেষ্টা করি। এবারো সেই উদ্যোগ নিয়েই আরএফএল বাজারে এনেছে ‘ড্রিংকইট’ ওয়াটার পিউরিফায়ার।রবীন্দ্র সরোবরে ‘ড্রিংক ইট’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আরএফএল প্লাস্টিক এর হেড অব মার্কেটিং এসএম আরাফাতুল রহমান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার তৌহিদ তুষার খান, প্রাণএফএল এর হেড অব মিডিয়া ও জাগো নিউজ২৪.কম এর সম্পাদক সুজন মাহমুদ।জেইউ/এমএএস/পিআর
Advertisement