প্রবাস

জাতিসংঘ সদর দফতরে স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে রাবাব ফাতিমাকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা রাবাব ফাতিমা নিউ ইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।

রাবাব ফাতিমা লিয়েনে লন্ডনে কমনওয়েলথ সচিবালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি হিসেবে ঢাকায় ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক সমন্বয়কারী ও পরামর্শক হিসেবে ব্যাংককে দায়িত্ব পালন করেছেন।

রাবাব ফাতিমা যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার স্বামী কাজী ইমতিয়াজ হোসেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

Advertisement

এমআরএম/এমএস