এক ফিলিস্তিনি নারীকে একের পর এক গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে গাজার পশ্চিমতীরের একটি চেকপয়েন্টে এই বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রয়টার্সকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
Advertisement
সামাজিক মাধ্যমে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রাস্তায় দাঁড়িয়ে আছেন বোরকা পরা এক ফিলিস্তিনি নারী। এরপর তার দিকে এগিয়ে গিয়ে গুলি ছুড়ছেন এক নিরাপত্তা রক্ষী। সেখানে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন। তাদের সবার হাতেই অস্ত্র ছিল। তারা ওই নারীর দিকে এগিয়ে যাচ্ছিলেন আর তাদের হাতে বন্দুক তাক করা ছিল।
তবে ওই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স। একটি গুলি লাগার পরেই রাস্তায় পড়ে যান ওই নারী। সে সময় তার হাত থেকে কিছু একটা পড়ে যায়। একজন নিরাপত্তারক্ষী এগিয়ে গিয়ে ওই বস্তুটি লাথি মেরে দূরে সরিয়ে দেন।
এদিকে ইসরায়েলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ওই ফিলিস্তিনি নারী ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিলেন। মহিলা সন্ত্রাসী হিসেবে ওই নারীর কথা উল্লেখ করে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র এক টুইট বার্তায় জানিয়েছেন, কালানদিয়া চেকপোস্টে ওই নারী ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছেন।
Advertisement
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কালানদিয়ায় এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।
WatchHow the Israeli occupation forces shot a Palestinian woman this morning, Jerusalem.Where are the contractors of the world? where the crying of humanity?Don't they see how Israel is violating human rights?It is not a matter of Palestine it is a matter of humanitypic.twitter.com/bLwhE0MQHi
— Muhammad M Alarabeed #GAZA (@PALESTINE0_GAZA) September 18, 2019টিটিএন/জেআইএম
Advertisement