দেশজুড়ে

অ্যাসিড নিক্ষেপ করেননি তাদের সহকর্মীরা

মাগুরায় সেলিনা বেগম নামের এক নারীকে অ্যাসিড দগ্ধ করার ঘটনাকে সাজানো দাবি করে শনিবার মাগুরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। মাগুরা জেলা মাংস ব্যবসায়ী সমিতি ও অ্যাসিড দগ্ধের মামলার আসামিদের পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। মাগুরা মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ হোসেন বিশ্বাস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সতীন ও চম্পা খাতুন ও সতীনের সন্তানদের হয়রানির মাধ্যমে স্বামীর দেয়া বসতবাড়ি ফেরত নেয়ার অসৎ উদ্দেশ্যে সেলিনা বেগম সাজানো-পাতানো অ্যাসিড নিক্ষেপের মামলা করেছে। এ মামলায় সতীন চম্পা খাতুন ও সতীনের স্বজন মাংস ব্যবসায়ী সেলিম ও জাভেদকে গ্রেফতার করানো হয়েছে। ফলে তাদের নাবালক শিশু সন্তানসহ পরিবার পরিজন মানবেতর জীবন-যাপন করছে।সংবাদ সম্মেলনে হাজতে আটক চম্পা খাতুন, সেলিম ও জাভেদের নাবালিকা সন্তান এবং স্ত্রীরা উপস্থিত ছিলেন। এ সাজানো অ্যাসিড দগ্ধের মামলার নিরপেক্ষ তদন্ত ও হাজতিদের অবিলম্বে মুক্তি না দেয়া হলে মাংস ব্যবসায়ীদের দোকান বন্ধসহ পরবর্তী কর্মসূচি গ্রহন করা হবে বলে সংবাদ সম্মেলনে আল্টিমেটাম দেয়া হয়। মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর

Advertisement