জাতীয়

টাঙ্গাইলে তিনজনকে হত্যা ঘটনায় জড়িতদের শাস্তি দাবি

টাঙ্গাইলের কালিহাতিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিবর্ষণে তিনজনের মৃত্যু,  মায়ের শ্লীলতাহানি এবং ছেলেকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র।শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় কমিটি ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা বলেন, সাধারণ জনগণ অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে, মায়ের শ্লীলতাহানি ও নির্যাতকদের বিচারের দাবিতে বিক্ষোভ যখন করছে তখন সরকারের পেটোয়া পুলিশ  বাহিনী নির্যাতকদের বিচার না করে সাধারণ নিরীহ জনগণের ওপর গুলিবর্ষণ করে এবং এতে ৩ জন প্রতিবাদী মানুষ নিহত হন।সরকারের ফ্যাসিবাদী শাসন ক্ষমতায় টিকে রাখার জন্য যে কোনো গণতান্ত্রিক বিক্ষোভে পুলিশের এই হামলা ন্যক্কারজনক উল্লেখ করে তারা বলেন, আমরা অবিলম্বে সামাজিক ও গণআন্দোলন বিরোধী দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি নিহতদের পরিবারকে উপর্যুক্ত ক্ষতিপূরণ ও আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসার দাবি জানাই।বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি সুলতানা আক্তার রুবি, সাধারণ সম্পাদক মর্জিনা খাতুন, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য নাঈমা খালেদ মনিকা প্রমুখ।আএসএস/একে/পিআর

Advertisement