মিসরে মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের এক সপ্তাহের মধ্যে শপথ নিয়েছে নতুন সরকার। শনিবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সাবেক সরকারের তেলমন্ত্রী শরিফ ইসমাইলের নেতৃত্বে নতুন সরকারকে শপথ পড়ান। এর আগে গত সপ্তাহে মিসরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেব পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেন। ওই সময় শরিফ ইসমাইলকে নতুন মন্ত্রিসভা গঠনের নির্দেশ দেন সিসি।নতুন মন্ত্রিসভায় রাষ্ট্রীয় তেল কোম্পানির সাবেক প্রধান তারেক আল মুল্লাহ তেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তারিক কাবিল, আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শাহর নাসর। শনিবার নতুন সরকারে ১৬ জন মন্ত্রী শপথ নিয়েছেন। ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেব গত ১২ সেপ্টেম্বর পুরো মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রেসিডেন্ট সিসির কাছে পদত্যাগপত্র জমা দেন। মেহলেবের মন্ত্রিসভার কৃষিমন্ত্রীর বিরুদ্ধে একজন ব্যবসায়ীর কাছ থেকে ব্যাপক ঘুষ নেয়ার অভিযোগ উঠে। এরপরই পুরো মন্ত্রিসভা পদত্যাগ করে।এসআইএস/পিআর
Advertisement